আমাদের ছোট একটা সুন্দর নদী ছিল,
নদীর পাড় ছিল, পাড়ের ওপাশ দীঘল জলে
অনেক অনেক ঢেউ।


আমার মনেও তোমার মায়ার ছায়া ছিল
বাসা বাড়ী , আধুনিকতায়, পায়নি খোঁজ
তাই দেইনি ভোজ।


আমার মনের কষ্টগুলো আলাদা করে খসিয়ে নিয়ে
নাম দেবে তার, দাম নেবে তার? আরো কত?
কোথায় তোমার কবির মনে কবিতার দাম
কার কাছে গিয়ে মুড়োর দরে হাতটি পাতো?


আমাদের মন বাজার গামী, উর্দ্ধগতি, নিন্দুকে তাই বড়োই মুখর
আমায় তুমি করবে আলো,দশের ভালো, মিথ্যে তো নয় পুরনারীর অন্তপুর।