নিকষ কালো অন্ধকারে
আলোর অন্ধ, রুদ্ধদ্বারে ,
হাতড়ে বেড়ান আশাকে
হারিয়ে ফেলা বাসাকে |
রূপকথার সে রাজপুত্তুর
উদগ্রীব সে দিনরাত্তির,
খোঁজে মানস কন্যারে
বাঁধভাঙা রূপ বন্যারে |
সোনার কাঠি শিয়রে
পালঙ্কে সে ঘুমায়রে ,
মেলো আঁখি কন্যাটি
দেখো আপন জগৎটি ,
ছলকে সবুজ পদতলে
তুলির আঁচড়, শতদলে |
রূপকথা সে নিছক নয়
হারানো ছন্দ , সুরে লয় |
রূপকথা ,বাড়ী ফিরছি মোর
শ্যামল মায়ায় আলোর ভোর |