খুব সুন্দর , কোমল  শব্দ শুনতে প্রবল  ইচ্ছে করে...ভীষণ ভাবে ইচ্ছে করে  
স্মৃতি কথায় ,জ্বরের ঘোরে বৃষ্টি যে গায় নতুন সুরে , চেয়ে থাকি সেই প্রহরে  
বাঁ হাতে কলম ওঠে তোমার ,  ঝলসে ওঠে সেই সাথে কিছু মুহূর্তেরই স্মৃতি পাঠ
তুমি আমার বংশ নও ! কেউ নও ! হতে পারো বিদায় এবার,  বিদায় তুমি পত্রপাঠ |
সাথে তোমার হাঁটতে থাকি...হাঁটতে থাকি , অমোঘ কথার মূল্য নিয়ে ,ভারী ভারী  প্রবল বচন ,
আগডুম বাগডুম খেলতে গিয়ে সহস্রবার সূর্য্যি মামার  বিয়ে দেয়া  যায় কি বলো  যখন তখন?
এই ভালো হোক , নিত্য তোমার  পথের পরে  ছড়িয়ে থাকুক শ্বাস বিছানো দূরাগত সে পাতার  বাঁশি ,
সেই বাঁশিটি  এক নিমেষে ছুঁতে পারি , এক ডুবে রাত ভোর করে সে তুচ্ছ প্রাণ, ফেলনা কথা , রাশি রাশি |