না বিশদে বর্ণনা সে আমার মতন
- তামান্না ফেরদৌস
বছরকালের এ সময়েতে,  যেন দৃষ্টি তোমার , আমার মাঝে অবলোকে
যেথা শীর্ণকায়া হলদে পাতা, নয় কোনো এক, বা একটি দুটি, নুয়ে থাকে, প্রলম্বিত  
এই শাখার পরে, আলিঙ্গনে যা শীতলতায়, জড়িয়ে থাকে  
বিশুষ্ক সে শাখা জুড়ে গতকাল , বিগত এক পাখির সুরের সুমিষ্ট গীত  
আমার মাঝে অপরাহ্ণকাল , যেথায়  হেরে তোমার এমন তর
অস্তাচলে সূর্যালোকে বিলীয়মান হয়  পশ্চিমে তার ধীরাগমন।  
যা রাতের নিকষে সরিয়ে দেয় , ক্রমশ :এক অবিচ্ছিন্ন তমসারও  
দ্বিতীয় মরন মাত্রাবোধে ,প্রগলভ সে বোধিকালের অনুচ্চারণ
আমা মাঝে তব দৃষ্টি এমনি দেখে অগ্নি- প্রদীপ্ত সে শিখার জ্বলনে।    
যেথা  ভস্ম মাঝে তার, বিছিয়ে থাকে, যৌবনকাল আয়ুরেখা ।    
মৃত্যুর বোধি-শয্যায় এক ক্রান্তিকালের সঞ্চালনে  
ক্ষুধাবোধে যা পুষ্টিতে আয়াস , তারই  মুহূর্তক্ষণ, রূপের দেখা ।  
বোধের এমন ধারণ প্রয়াস, তোমার প্রেমেতে হোক সবলতর, অভিনব
ভালোবাসিতে এমন , যতনে তেমন , বিচ্ছেদে যেন দীর্ঘায়ু হোক আয়ুষ্কাল তব।


আজ ৩০ বৈশাখ ১৪৩১