কবিতার অনেকগুলো ভাগ রয়েছে , কিছু জানি, কিছু হয়তো জানিনি | একটা আশ্চর্য সত্য কাজ করে আমার ভেতর যা অনেকটা শিশুমুখের মতো , কখনো লিখতে গেলে অনুভূতিটা তীব্র থাকে, কখনো থাকে না |


Shape poem বা concrete  poem নিয়ে দুকথা লিখবার জন্য এই আলোচনা | হয়তো দুম করেই ব্যান হয়ে যাবো, তবুও লিখলাম | Shape poem  এর বৈশিষ্ট্য তা অন্তিমে বিষয়বস্তুর আকার ধারণ করে | বিষয়টি বেশ আকর্ষণীয় |


একটা কবিতার উদাহরণ দিচ্ছি | এটা কিভাবে Shape poem হতে পারে , ধারণা দিলে ভালো হয় | বিষয় নিয়ে বিশদ আলোচনা নাহয় গ্রহণযোগ্যতা যাচাইয়ের পরেই হবে !


                      আমীন
               - তামান্না ফেরদৌস
আমার প্রাণ যাঁর হাতে , সেই সত্তার কসম
কিছু কথা ক্ষয়ে যায় অবিরত, বোধের বাইরে |
সম্বিত ফিরে পেলে দেখি, দিনান্তের আকাশে
ভেসে গেছে অনেক মেঘ , বহুকাল ধরে ....
সমুদ্রের লোনা জলের অবিরাম ধারায় অনন্ত কালের স্রোত ....
যা বলতে চাই , হয়তো তা নীরব কালের , একান্তের ,
যা বলতে চাই না, তাই হয়তো প্রকাশ্য বারবার, ক্ষতের মতন |
ভালো থাকো, ভালো হোক জগৎ ও জীবনের ,
এই এইটুকুই চাওয়া যেন রয় চিরকাল |


                    তামান্না ফেরদৌস
                     ২/৯/২০১৯