খুব সাধারণ ভাবে সব কথার প্রসঙ্গ পাল্টে গেলো
খুব নিস্তরঙ্গ ভাবে আরো কিছু প্রসঙ্গ চলে এলো ,
খুব সাধারণ , খুব সাদামাটা , কিছু মাপা কথাবার্তায় ,
জীবনটাকে সাজিয়ে নিতে চাও তুমি ,সঙ্গী চূড়ান্ত প্রায়


শেষ কথা  কেন যেন  শেষ করে দিতে চায় বুকের পাঁজর !
কথাগুলো আর সাধারণ সেজে  থাকেনি যে বুকের ভেতর !
পুড়ে ছাই হওয়া  কাগজের টুকরোকে কেউ ঘাঁটেনি আর
শুধু শ্বাসরোধী জগদ্দল পাথরের ভার , জীবনের কারবার |


তাই চোখ বুজলে , স্মৃতি  খুঁজলে,  কেন যে পেয়ে যাই তোমায় !