আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না
কথাটা সত্য,  আমি অপরিচিত আপনার কাছে
তবে কথা বলবার প্রয়োজন কেন?
কথা বলবার প্রয়োজনেই হয়তো ...
বুঝিয়ে বলুন
মানুষ যুক্তিবাদী মানুষ
যুক্তি গত কারণ গুলো সবই স্বাভাবিক
অস্বাভাবিক হচ্ছে যা যুক্তির বাইরের কথা
আবেগের তাড়নার কথা
মানুষ আবেগ ভুলে যাচ্ছে ইদানীং  
সবই সহজ লভ্য, সহজ প্রাপ্য, সহজ পাচ্য
কথাটা এখানেই শেষ হতে পারে
শেষ না হবার প্রয়োজনেই