এম্বুলেন্সের ভেতরে আঁটোসাঁটো স্ট্র্যাপ আঁটা মৃতপ্রায় শরীর
যে  তাকিয়ে দেখে দূরাগত রাস্তার আলো, ঝলমলে নগরীর |
বিছানায় শান্ত হয়ে ঘুমাবার কথা আজ , কোথা থেকে কি হয় !
দুঃস্বপ্নের যন্ত্রণায় মাথায় বাজ পড়ে, খসে পড়ে মাথারই  দায় !


তারপর হাসপাতালের বিছানায় ….
আবার ভালো থাকার সাধনায় ….
দমবন্ধ, নীল হয়ে যাওয়া শ্বাসরুদ্ধ সময়
শুধু খুঁড়ে যায়, দহে যায় সকল প্রত্যয় !
গুছিয়ে নাও তল্পিতল্পা, গোটাও তোমার বাস !
নিশ্চিন্তে বেরিয়ে পড়ো, ছিঁড়েছে সকল রাশ !


অতঃপর ….
মৃতপ্রায় মানুষের ছবি  দেখতে থাকে  চোখের অন্ধ গহ্বরে,
দেখে  আরো  , ঘূর্ণিঝড় পরবর্তী  চরাঞ্চল জাগে নতুন  করে |
ওদের নিয়তি যে আরো অনেক কঠিন , দুর্বিপাকে, দুর্যোগে  
জীবন ওদের হাতের প্রাবল্যে , সকল প্রতিকূল যোগ-বিয়োগে |
প্রাণ স্পন্দনে পূর্ণ হয় জনপদ , শিশুকন্ঠে জাগে নতুন  গান
হাঁটাপথ জুড়ে ছড়ায় গাছের পাতার  মর্মরে  সেই কলতান |
রোদে - জলে ভিজে নিত্য  সুর-অসুরে খেলা চলে মহাকালে
ক্ষণিক সূর্য গ্রহণ , সাধ্য কি তার ছিনিয়ে নেবে নতুন সকালে  ?