মোরা একটি ফুলকে বাঁচাবো
বলে যুদ্ধ করি ,
জিগাতলায় চোরকাঁটাতে ,
কুর্মিটোলার চোরাবালি
আঁচাবো বলে বাঁচিয়ে বলি,


বলি, তেভাগার সংহতি তুমি সংযত হও,
বিল্বদলে ,সে কোন তলায় ?
পূর্বেই তুমি কুপন নিও ,পার্বতীপুরে,
সে মনে হয় আগরতলায়!