তোমার চুলের বেনীতে
যখন রোদের আলো
ঠিকরে পড়ে.
আমার খুব আনমনা লাগে ,
নিতান্ত অকারণেই
মায়ের কথা মনে পড়ে ,
ঠিক অদ্ভুতভাবে
মায়ের কথা মনে পড়ে |
তিনি কখনো বলেননি
জীবনে ক্ষুধা থাকে,
থাকে ক্ষুধামান্দ্য ,
থাকে অসহায়ত্ব |
তাঁর চলে যাওয়া মুহূর্তগুলো
ভীষণ একলা করে দেয়,
এই আনমনা আমাকে |
আর আমার মাকে
মনে পড়ে , ভোরবেলা,
সাঁঝের মায়াভরা আলোয়
আর কখনো কখনো
তোমার চুলের বেনীতে
সূর্যের আলোয় ||