তুমি আমায় একটা ছবি এঁকে দেবে ?
যে কথা বহমান , যে ভাব , ভাষা, সবে ?
শান্ত , নিস্তরঙ্গ জীবনের কথার সমান্তরালে
ভুলতে চাই  , পিঠ যে ঠেকে যায় দেয়ালে !

তুমি আমায় পড়তে পারো , বইয়ের মতন ?
পায়রাগুলো ওড়াতে পারো , নোটন  নোটন ?
আমাকে ছুঁতে দেবে ধবল সেই শুভ্রতাকে?
আমি রেখে দেবো, ঢেকে দেবো শ্বেত পালককে |

তুমি ক্লান্ত এই পৃথিবীর অব্যক্ত রোদন শোনো কি ?
ভয়াবহ দুর্বিপাকে , দুঃসময়ে, শোষণে  তাকে দেখো কি ?
ক্রমাগত পাপ আর দংশন যে কেবল তার কষ্ট বাড়ায় !
মৃত্যর আগেই  জীবন্মৃত কোথায় বাঁচে , কোন সাড়ায়?