অনেক কিছু ভাবতে থাকি।
স্বপ্নের ভোজ ,আর কতদূর ?  
রোজ হররোজ ,ভাসান সুর।

তবু কেন ভাবতে থাকি?
অন্ত: পুরের যোজন দূরে ,
খন্ড গানের টুকরো সুর।

ভালোবাসি তাই ,ভাবনা আসে,  
ভাবনার নেই শুরুতে শেষ  

ভাবনা আসে , ভুবন জুড়ে
ঝোড়ো হাওয়া, প্রবল বেশ ।