অদূরাগত ইতিকা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার কালো বসনা
তারাকা দিয়ে খচিত,
বসনতলাটি ঠিক
তোমার প্রেমে রচিত।
তবুও তোমাকে খুঁজি
বিলাসী জোছ‌্নাতলা,
আজও চায়নি প্রিয়
অন্তরে দোষ না বলা।
ভাস্করবসনা ঘেরা
দামিনী প্রসবি আজ,
ভাড়াটে হয়েও আমি
ভুবনেই বিশ্বরাজ।
মায়াবী ঊষার ভোরে
নতুন পাখির গান,
অলিন্দের আলিঙ্গনে
নিলয়ে সুখের বান।
প্রাণেরবসনা তাই
ফাগুন আগুনে পোঁড়ে,
পোঁড়াছাই ভেসে যায়
প্রেম জোয়ারের তোড়ে।
অদূরাগত ইতিকা
ফিরোজা রঙটি মেখে,
আসছে নিকটে ধেয়ে,
আমাকেই দেখে দেখে।
এমনই শুভক্ষণে
তোমার শোভাকে পেয়ে
মিলন পিয়াসে আছি
তোমার গানটি গেয়ে।


লেখাঃ-
26/11/2020
শনিবার
সময়ঃ- সকাল
7-30 ঘটিকা