আজিকার মানুষ
(বর্ণমালায় কবিতা ছবি
গ্রন্থ থেকে)
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আঁধার ছেড়ে, এলাম একা
দেখছি চোখেআলো,
চোখের আগে, সকল কিছু
লাগছে বেশ ভালো,
শুধু-ই হাসি খেলা,
করছি সারা বেলা ।


আদর করে,  দোল দিয়েছে
আমায় নিয়ে কোলে,
ঘুম পাড়ানো, গান শুনাতো
মিষ্টি মধুর বোলে,
তখন ছিলো সুখ,
ছিলো না কোনো দুখ।


মধুর ছিলো, ভরা যৌবন
ভালোবাসায় ঘিরে,
চলে যাওয়া, দিনগুলি কি
আসবে আবার ফিরে,
এখন পৌড় কাল,
দেখছি হালচাল।


দেখছি সব, হারিয়ে গেছে
পুরানো সব কৃষ্টি,
দেখছি চোখে, জগৎ ভরে
নিত্য নতুন সৃষ্টি।
দিনটি চলে যায়,
আন্ধকার ভেলায় ।


দেখছি আমি, গুরু জনকে
মান করেছে আগে,
এখন দেখি, সব সন্তানে
বাবার প্রতি রাগে,
মায়ের প্রতি সেই,
কোন-ই শান্তি নেই ।


শিক্ষার হার,বাড়ছে বেশ
হৃদয় গিছে মারা,
অন্যায় কাজ, চলছে বেশি
বিবেক দিশে হারা,
প্রেম পিরিতি শেষ,
ছল-চাতুরি বেশ।


আগে দেখছি,  কুলের বধূ
ঘোমটা দিছে লাজে,
এখন বধূ, ঘোমটা ছাড়
অত্যাধুনিক সাজে,
স্বামী গলার হার,
বৌটি স্বামীর সার ।


এই পৃথীবি, হচ্ছে এখন
যত-ই আধুনিক,
তত-ই হচ্ছে, নামে মানুষ
নীতিতে নাই ঠিক,
আজিকের মানুষ,
আধুনিক  ফানুস।