একাকিত্ব সাঁঝেরতাজ
(হৃদমেটিক)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


একাকিত্ব নিয়েই আছি , মালিকাগাছি ,
করেছি সার ,মউলমাছি ,পুষ্পগায়ে নেইকো আর
প্রেমাগুনে সুখায় আজ ,
নেই প্রভা আলোরকর , হয়েছে পর ,
ভাঙছে অলি ,মনের ঘর, ঝরে গেছে প্রেমেরকলি,
দিয়ে গেছে বিরহবাজ ।


আলি আসে যৌবন ভোরে , হৃদয় ডোরে,
বেধেছি তারে ,মনের জোরে , যেতে সেই আঁধার পারে,
মিলেমিশে দু'জনে রবো,
শেষ আজ সুখের মালা , বিরহ জ্বালা ,
নিয়েই থাকি , দুখের ডালা , বুকে নিয়ে কলঙ্ক ঢাকি ,
কবে দোহে মিলন হবো ।


প্রেমঅলি মাধুরী নিয়ে , সুদূরে গিয়ে ,
ঈশারা দেয় , কঠিন হিয়ে , তবু এই মনটা নেয় ,
নিশিদিন নয়ন ঝরে ,
জীবনটা কান্নায় ভেসে , আঁধার দেশে ,
চলছি ধীরে , দিনের শেষে , যমকালো ধরবে ধীরে,
বিরহের মরণ শ্বরে ।


ভালোবাসা বিশাল বিষ , হারায় দিশ ,
রয়েছে তাতে, কালোর মিশ , দূরে থাকে আলোর ভাতে,
নিরাকারে হৃদয়রাজ ,
বিরহের কঠিন জ্বালা , মরন ডালা ,
শিরেতে থাকে, মিলন মালা , তবু গাঁথে ভুলার ফাঁকে
একাকিত্ব সাঁঝেরতাজ ।