২১-কে বুকে রেখে

ঠাকুর বিশ্বরাজ গোস্বামী

আমরা বাংগালী
বাংলা ভাষা আমাদের মাতৃিভাষা
অজস্র রক্তের বিনিময়ে পাওয়া,
রক্তে রঞ্জিত হয়েছিলো
আট-ই ফাল্গুন ।

আনন্দের মাঝেও সিক্ত হয়
কপালতলার নোদির পাড় ,
জানাই হাজার সালাম
ঢেলে দেই  হৃদয়ের
ভালোবাসা ।

আমরা বাংগালী কথা বলি বাংলায়
উঁচু করে শির গর্বের সহিত
ভিন দেশি ক্যালেন্ডারে
পাতা দেখে ।

বাংলার আট আজ নীরবে কাঁদে
২১-শের পর্দার আড়ালে বসে
তাই-তো  ভালোবাসি আমি
আট-ই ফাল্গুন , ২১-কে  
বুকে রেখে ।