এলো বসন্ত -রাগ প্রধান গান


ঠাকুর বিশ্বারাজ গোস্বামী


এলো বসন্ত ফুলোবনে,
দোলে ফুলোদল হিন্দোলে দখিন সমিরনে।।


ভ্রমর  ফুলের  মধুর বসন্তে  কানাকানি,
গভীর লেনাদেনায়  হৃদয়ের জানাজানি।
প্রেমে ভরিছে প্রেমদানি, ফাগুনের পরশনে।


ফাগুন রবি মিষ্ট ছোঁয়া দোলা দেয় মনটাকে,
কাব্যিক প্রেম উঁকি মারে জীবনের ফাঁকে ফাঁকে ।


দখিনা বাতাসের গান মধুময় মধুমাসে,
ফাগুন চাঁদ অনুরাগে সুমধুর মিষ্টি হাসে।
প্রেম আলোতে হিয়া ভাসে,  বসন্তের শিহরণে।।