আমি যোগ্য নই


ঠাকুর বিশ্বারাজ গোস্বামী


আমি আমার ভিতর আমার কবিকে খুঁজি
কিন্তু
আজও পাইনি তার দেখা
পেয়েছি আমাকে শূন্যের কোঠায়,
তাই
কবিরত্ন, কাব্যরত্ন

সাহিত্যরত্ন এসব উপাধি আমার নয়,
কারন
আমি যোগ্য নই,
মূলতঃ
এ উপধি তার,
যাকে খুঁজি
সন্ধ্যাতারার ফুল-শয্যায়,
যে আমাকে ভালোবাসে
আমি ভালো না বাসলেও,
সেই অতনু স্রষ্টার সৃষ্টিতে পাই
সাহিত্যের রত্ন ভান্ডার,
তাই
বর্ণমালার বর্ণে বর্ণে সুবর্ণের কলি ফোঁটে
আমার কলম ঠোটে,
মূলতঃ
তার দেওয়া তাকে-ই ফেরত দেই
নিজের মত সাজিয়ে।
কখনো বাজিয়ে লই না দেওয়া জিনিসটিকে
দেখি না,
আহং এর রঙ লেগছে কি-না।
সেই সত্য সনাতন অতনু জন-ই
সকল রত্ন পাবার একমাত্র উপযোগী ।
আমি শুধু তার প্রেমের কাঙ্গাল
শীতের পাখি যখন উড়ে যাবে
তখন শুধু পেতে চাই তারে
তার ভালোবাসার মরমি ছোঁয়া।