আমরত্ত্বের গবেষনা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রেম শ্বাশ্বত সুন্দর
প্রকৃত প্রেম মরাকে বাঁচাতে সক্ষম ,
কিন্তু
দেবী সাবীত্বকে পেয়েও
ব্যর্থ সাধক গিলগামেশ ,
তবু
থেমে থাকেনি অমরত্বের গবেষনা ।
হাতের মুঠোয় আজ
হেমাটোপেয়েটিক স্টেম সেল ,
তবে কেন
নৈস্বর্গিক প্রেম কাফন কাপড়ে বাধা ,
ডুকরে কাঁদে অমরত্ব
ঈশ্বর কণার তাঁজা কোষে ,
তাইতো
প্রাণ-তারা বনে ক্ষয় বিষের গন্ধ ,
এর জন্য দায়ি কি স্টেম সেল ,
না-কি কু-মনন ?
অমরত্বের অমিয় ধারা দিতে পারে
স্টেম সেল ,
হন হলসেজে গবেষনায় ।
আমি চাই অমরত্ব আনবো
গডপার্টিকেল বোডের মাধ্যমে
যাতে বেঁচে থাকবে মানবিক ক্রোমজম
প্রেম-মনোগ্রামে ।
আর বেশী দেরি নেই
নিটোল প্রেমের জাইগট হোতে ,
তাতে থাকবে শুধু ঈশ্বরকণার
অমর প্রেম ধরা  ।