আমিও হারিয়ে যাবো


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমাকে আজও চিনতে আমি পারিনি,
কখনো জীবনে নিজের ভুল সারিনি।
আলোর পথটি খুঁজিনি কখনো আমি,
অন্যকে  দিয়েছি  জ্ঞানটা প্রচুর দামি।
মনের ভিতর রেখেছি নষ্টের নীতি,
মুখেতে গেয়েছি দারুণ মহান গীতি।
মানুষকে করেছি আমি অনেক হেলা,
মনের আবেগে বেয়েছি রঙ্গিন ভেলা।
শরীরে রেখেছি সুন্দর সাধুর বেশ,
আমাকে বুঝিনি খুঁজিনি আমার দেশ।
সুগন্ধ মাখিনি ভুলেও  মনের গায় ,
পরের সুখটা ভেঙ্গছি  নিজের পায়।
জীবন রবিটা ভাবিনি আঁধারে খাবে,
জীবন আঁধারে সকল হারিয়ে যাবে।
ভাবিনি কখনো কাজের ফলটা পাবো ,
কালের ইঙ্গিতে আমিও হারিয়ে যাবো।