বাউল সংহীত-২০৭


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


চাঁদের ক্ষয় হলে পরে অমানিশা  মিথ্যে নয়।
একাদশী পূর্ণ হরে অনিশায়ও পূর্ণিমা হয়।

একটি গাছে তিনটি কান্ড অমৃত ফল আছে,
রাক্ষসীনি মায়াবীনি আছে সেই গাছে।
রূপ দেখে গেলে তার কাছে  প্রাণটা কেড়ে  লয়।

তিনগুনের অমৃত ফল সেই গাছেতে ধরে,
গাছের সন্ধ্যান জানে না যে  অকালে সে মরে।
সুন্দর এই ভবের পরে, ত্রীবিজে সে-ই গাছটি হয়।।

ত্রীবিজের করণ জানলে একাদশীর ফল ফলে,
ফলটি খেলে পূর্ণিমা হয় অমানিশা  হলে।
গাছটি বাঁচে হাওয়ার বলে, দখিন হাওয়ায় গাছের ক্ষয়।।

বিশ্বরাজ গোস্বামী বলে জানো গাছের মূল,
মূলের মূলে আছেরে এক শ্যাম বরণের ফুল।
চলে যায় জাত-মনকুল, ফুলের মধু করলে জয়।