বাউল সংগীত-২১০


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ধারা উল্টালে রাধা হয়,কৃষ্ণের রাধা নয়,
রাধাতত্ব না জানিলে  চাঁদের হবে ক্ষয়।
ষোলকলার পূর্ণচাঁদে,  পূর্ণানন্দময়।।

চন্দ্রকলার রেণু ধরে, ঊমাকলায় যোগ করে,
রাধা ধারায় নিত্যানন্দে থাকো নিত্যের ঘরে।
কামকলার বিন্দু ধরে  প্রেমরতিকে করো জয়।

ত্রিবেণী নোদির বাকে, চতুর্মুখের সর্প থাকে,
রাধাপদ্মে ভ্রমর যারা বশ কোরে রাখে তাকে।
স্বরূপ রঙ্গে সুজন ঢাকে, দেহ-মন সমুদয়।।

বিশ্বরাজ গোস্বামী বলে, রাধাপদ্মের শতদলে,
তিনটি ছেলের জন্ম হয় ত্রীতত্বের মিলন হলে।
রাধা ধারায় সে ফল ফলে, নইলে শেষে মরণ হয়