বাউল সংগীত-২১২


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


গু-কারে অন্ধকার, রু-কারে আলো, মিথ্যা কথা নয়,
গুরুতত্বে মত্ত্ব না হলে, সকল আঁধারময়।
তত্বহারা মানুষগুরু সে কখনো গুরু ন্য়।।

গুরুর আছে তিনটি রূপ সাড়েতানহাত না'য়ে,
একজন আছে নিরাকারে থাকে অচিন গাঁ'য়ে।
থাকলে আত্মরতির ছাঁয়ে,  ছয়জন বন্ধু হয়ে রয়।  

আত্মতত্ত্ব জেনে শুনে  শ্বেতগুরুকে ধরো,
ধরলে তারে আলো দেয় ত্যাগ করে ক্যান মরো।
আগে গুরুর সাধন করো, পেতেনিজের পরিচয়।।

গুরুর জন্ম স্বকাম ঘরে আত্মসুখে শেষ,
বিশ্বরাজ হারায় দেখো সেই পরমের দেশ।
যম যাতনা পাচ্ছে বেশ, গুরুধনকে করে ক্ষয়।।