বাউল সংগীত -২১৬


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রাণেনঅনু রাজার ভিতর পাওয়া যায়।
রাজা-রাণির মিলন হলে পূর্ণরূপে প্রকাশ পায়।।

নামে-কামে মিশাল হলে প্রেম যায় দূরে,
ত্যাগ না করে ধর রাজা গিয়ে মধুপুরে।
বাজবে বাঁশি মধুর সুরে, মধুর অচিনপুরের গাঁয়।।

গুরুতত্ব রাজতত্ত্ব দু'জন বানায় ঘর,
তার ভিতরে প্রাণ দিলেন পরম পরাৎপর।।
তাই সজিব জীবন ভর, তিনে এক দুনিয়ায়।।

রাজা হলে দিবে ধরা  নিজে রাজার রাজা
রাজাহারা হলে আবার দিবে মরণসাজা,
বিশ্বরাজ হচ্ছে ভাঁজা ভাঁজা, দারুণ মরণ জেলখানায়।।