বাউল সংগীত-২১৭


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


প্রতি মার পুজা আগে করো মাটির পূজা না করে।
মাটির দ্বারা হয় প্রতিমা প্রতি মা আছে ঘরে  ঘরে।।

গর্ভধারী প্রতি মা হয়,  মাটির প্রতিমা সে-তো নয়।
মাটি দেয় পিতার পরিচয়, সন্তানের হাত ধরে।।


মাতাপিতা এ দেহে ভরা, মাতার  কাছে পিতা ধরা।
দুইয়ের মাঝে পরাৎপরা, তিনের খেলা জগৎ পরে।।

পিতার কাছে মায়ের শক্তি, মা জাগলে বাড়ে  রক্তি,
নির্মল হয় প্রেম ভক্তি, আসক্তিতে মানুষ  ঘরে।।

পিতার আগে জন্মে মাতা, অসাধকে জানে না তা।
বিশ্বরাজ খায় যমের যাতা, মাকে রেখে অনাদরে।।