বায়ুর তরঙ গোনা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পোয়াতী মেঘের খেলা বায়ু শনশন,
বিদ্যুত লতিকা নিয়ে ঘোরে ভনভন ।
ঝটিকা তাণ্ডব ভারি ঠিক সুরুসুরু ,
আকাশ কাঁপানো ডাক প্রাণ দুরুদুরু ।
নদীর কিনারে তরী বাঁধ সারিসারি ,
সকল তরীর পরে বোঝা ভারিভারি ।
অনেক নাবিক আছে বলে হীনহীন,
আপন বাড়িতে যাবে ভাবে দিনদিন ।
নদীর তান্ডব ভারি যায় কূলকূল ,
বৃষ্টির ফোঁটায় ফোটে জলে ফুলফুল ।
ভীষণ তরঙ্গভঙ্গ আশি ফোনাফোনা ,
ডাকিছে ওপারে যেতে যায় শোনাশোনা ।
দিতেছে গতের স্মৃতি ব্যথা ভারিভারি,
মনের গোপনে তারা আসে সারিসারি ।
দিনান্তে ঝটিকা আসে বেশ বড়বড়
বাড়িতে যেতেই হবে নায়ে চড়চড় ।
ঘুরিছো বাঁচার আশে জীব বনেবনে ,
বায়ুর তরঙ্গ গোনা ভাবো মনেমনে ।