ভাঙাতরী
(বিশ্বরাজরথ-বিলিরিক ধারা চার )
রাগঃ-কারফা
তালঃ- কাহারবা
মাত্রাঃ- ৪/৪
আবৃত্তিঃ-ধীরলয়


ঠাকুর বিশ্ববরাজ গোস্বামী


কাজ সব হলো সারা, যায়যায় আজ বেলা,
বাজ পড়ে বেগেবেগে, মেঘে মেঘে করে খেলা ,
আসে বাও বেগেবেগে,
ভাসে মেঘ রেগেরেগে,
ভয় মনে আছে লেগে, পাশে জম জান খাবে,
লয় হবে ঘর-বাড়ি, আজ বেলা ডুবে যাবে।


জলে ভরা নদ-নদি, আছে আরো বড় ঢেউ,
ছলে করে সাথী গেছে, কাছে আর নেই কেউ,
খেয়া আছে লোকে ভরা,
দেয়া আছে  নেই খরা ,
পড়ে রবে এই ধরা, নেয়া যাবে কাজফল  ,
গড়ে গেছি ঘরবাড়ি, দেহে আজ নেই বল।  


তরী বেয়ে কেবা যাও, ফিরে আসো এই ঘাটে,
মরি আমি একা পারে, বেলা দেখ যায় পাটে,
জোরেজোরে তরী চলে,
শোরে শোরে মাঝি বলে,
তরী ভরা কাজফলে, ভোরেভোরে তরী খুলি ,
মরি আমি ভয়েভয়ে, দেখ কাছে খালি ঝুলি।


যায় বেয়ে সব নেয়ে,  জারিসারি গেয়ে গান,
নায় আছে সাদা পাল, তরী চলে টানটান,
যত ধরি আমি পায়,
তত মাঝি বেয়ে যায়,
মূলে আছি নিরুপায়, গত হবো দেখো চেয়ে,
কূলে নিবে দয়া করে, আছো আজ কোনো নেয়ে।