বিদ্যুৎলতার রাগ


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


দিবাকাশে খন্ড খন্ড , জলদ মেঘের ভেলা ,
করে দিবে লন্ড-ভন্ড , প্রকৃতির বড় খেলা ,
ডুববে আলোর ভেলা ভেঙে যাবে বাঁধা ঘর ,
মাতাল বায়ুর বেগ , বিদ্যুৎলতার রাগ
কালিমা পোশাকি ভেগ , নিয়েছে প্রাণের বাগ ,
যমেলার অনুরাগ , হরিবে জীবন কর ।


লীলিমার লীলহারা , কাককালো বজ্রধারী ,
অবিরাম বহে ধারা , নোদির তরঙ ভারি ,
অসহায় নর-নারী , নেই আর কোনো কাজ ,
জীবন চলার পথ , ব্যথার বালুকা চরে ,
ভেঙছে সুখের রথ , মেঘ-বায়ুটার করে ,
ভুমিটার বুক পরে , অক্ষত বিলাসী সাজ ।


কালোমেঘ বেগে বেগে ,ঝঞ্ঝাবায়ু ছাড়ে দেশে ,
চলে শুধু রেগে রেগে , চমকে বিজলি হেসে ,
মাতালিয়া খ্যাপা বেশে ,  লন্ড-ভন্ভ সব করে ,
অসহায় জীব বাসে , মতিহারা হয়ে যায়
কালো মেঘ জীবকাশে , কাঁচা ঘর ভাঙে বায় ,
অবলেরা নিরুপায় , মেঘাঘাতে সব মরে ।