বিশ্ববন্ধু বল
(বৈঠাকি গান)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বিশ্ববন্ধু বল ওরেমন বিশ্ববন্ধু বল ।
চেয়ে দেখ তোর ডুবছে বেলা করিস না মায়ার ছল ।।

নেমে সংসার সাগর জলে, যাস না তুই রসাতলে ,
হারাবি সম্বল ।
পড়ে মায়ার যাতাকলে , খাস না হলাহল ।।

বিশ্ববন্ধুর নামটা নিলে , জীবনটার সুখনা বিলে ,
আসবে প্রেমের ঢল ।
প্রেমেরবান্যায় ডুবটা দিলে , পাবিরে তুই নিত্য ফল ।।

পরম দয়াল বিশ্ববন্ধু , অকামনা প্রেমের সিন্ধু,
সুন্দর পরিমল ।
পান কর তার এক বিন্দু, দিয়ে হৃদিশতদল ।।

বিশ্বরাজ বলে ওমন , মিছে মায়ায় অকারন ,
যাচ্ছিস রসাতল ।
বিশ্ববন্ধুর কর সাধন , নিয়ে ভক্তি নয়নজল ।।