দেহতত্ত্ব গান-২০১


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


পরকিয়া পরের সাথে হয়,
পর নয়রে অপর জন, পরাৎ-পর তারে কয়।
উর্ধাকর্ষণ যোগটি ধরে কাম-রতিকে কর জয়।

কাম-কলার মাঝে আছে ঊমা-কলার বাস,
কলাতত্ব না জানিলে হবে সর্বনাশ।
পরকিয়ার প্রেম বিলাস, চন্দ্রকলায় হয়।

চিরো পর সে সপ্ততালায় আছে
দশমদলে প্রেমময়ি প্রেমসত্ত্বা তার কাছে।
প্রেমফুল ফুঁটেরে গাছে, রতিমতি করলে জয়।।

কাম-সাগরে আছে উজান ঢেউ,
উর্ধাকর্ষণ জানলে জানে, আর জানে না কেউ।
থাকলে সাথে কামনার ফেউ, হবেরে জীবন ক্ষয়।

পর অর্থে আপন জন নয়রে অপর,
পরতত্ত্ব বুঝা না তাই হয়েছি নফর,
করবো কবে পরের ঘর ঠাকুর বিশ্বরাজে কয়।।