ফাঁকি
( সর্বোত্তমমিলে লেখা)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ভালোবাসা ঠিক মিষ্টির হাঁড়ি,
তাইতো সুন্দর প্রাণের ফাঁড়ি।
তবুও মনে মনে বহুত ফাঁক,
এক গুলিতে মারে ঝাঁকে ঝাঁক।
নীরবে বিবেকটা শুধু কাঁদে,
মানুষ নামক যমের ফাঁদে।
মেঘে ঢাকা আজ জ্ঞানের চাঁদ,
এড়াতে পারে না যমের ফাঁদ।
বুকে আছে শুধু প্রেমের চাঁই,
চারদিকে তাই ব্যথার হাঁই।
প্রকৃত প্রেমের ঝুলিটি ফাঁকা,
হৃদয়ে অসৎ ছবিটি আঁকা।
কুআশার কুবাকে নষ্ট কাঁধ,
যৌবন নোদিতে দেয় না বাঁধ।
দেয় কুজন সারাক্ষণ ফাঁকি,
আমি শুধু কাব্যের ছবি আঁকি।