রাগ-প্রধান গান


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


গানের সুরে তোমাকে পাই , গানের বাসর ঘরে   ,
নয়নের জল ঝরে ।
আমার যা তা সকল  দেই , তোমায়  উঁজাড় করে ।।


গানের মাঝে তোমাকে দেখি , তোমার পরশ পাই ,
আমি তোমার প্রেম ছোঁয়ায় , একাকার হয়ে  যাই  ,
সুর হারালে খুঁজে না পাই , আমার হীয়ার ঘরে ।।


তোমার গান তোমার সুর , আমার বীণায় বাজে,
সুরের বীনা বাজাও তুমি, আমার সকল কাজে,
দু'টি চোখে দেখি নাযে  ।


নাদেখার বিরহ ব্যথায় , দু'টি চোখ ভাসে জলে ,
মিলন আশা দ্বিগুণ বাড়ে , খুঁজে ফিরি ধরাতলে ।
তোমার প্রেম হৃদ-মহলে , তোমাকে আপন করে ।।