গুনি শুধু যমফেরি
(বিলিরিক ধারা চার)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ভয় ভয় আছে শুধু,  নেই ঘুম বারবার,
হয় দেখো ধরা ধুধু, খেই সৎ নেই আর,
গোলাগুলি দেখি সব,
খোলাখুলি রণরব,
বুলি ছাড়ে কুশিলব, দোলাদুলি উৎসব,
ধুলি মেখে রাখে শব, পোশাবুলি সব রব।


মত নিয়ে যার যার, পথে সব যায় চলে,
সৎ আর নেই সার, রথে রণ করে বলে,
চাই চাই শুধু জয়,
ধরাটাই হোক লয়,
ছাই করে, ভীতি ভয়, পাই পাই মনে হয় ,
ধরাটাই গোলাময়, ভাইভাই রণে রয়।


নারী-নরে বলহীন, দিশেহারা ডরডর,
করে কাজ ফলহীন, তারা মরে পরপর,
থাকে ভুকে বারবার ,
ডাকে যম হোতে পার,
ঝাকেঝাকে সব মার , বাকে নেই কোনো হার,
ধরাটাকে ভাবে তার, থাকে রণে দার দার  ।


রণভেরী শুধু শুনি, রাতে দিনে বাজে মিড়ে ,
যমফেরি শুধু গুনি দুনিয়াতে কত ভিড়ে ,
যায় সব হয়ে শেষ,
পায় লোকে তার রেশ,
খায় ঘোল অনিমেষ, নিরুপায় হীণদেশ,
ভায় রাখো পরিবেশ,  সায় করো রণরেষ ।


এই কবিতার প্রতিটি লাইন বা প্রতি কমার ভিতরের
লাইন  উল্টালে পল্টালে কেমন হয় দেখুন ।


১নং


গুনি শুধু যমফেরি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


বারবার ঘুম নেই, শুধু আছে ভয় ভয়,
আর নেই সৎ খেই, ধুধু ধরা দেখো হয়,
সব দেখি গোলাগুলি,
রণরব খোলাখুলি,
উৎসব দোলাদুলি, কুশিলব ছাড়ে বুলি,
রব সব পোশাবুলি, শব রাখে মেখে ধুলি।


চলে যায় সব পথে, যার যার নিয়ে মত
বলে করে রণ রথে , সার নাই আর সৎ,
জয় শুধু চাই চাই,
লয় হোক ধরাটাই,
হয় মনে পাই পাই, ভয় নিতী করে ছাই,
রয় রণে ভাই ভাই, গোলাময় ধরাটাই ।


ভরভর দিশেহারা, বলহীন নারী-নরে,
পর পর মরে তারা ফলহীন কাজ করে,
বারবার ভুখ থাকে,
পার হোতে যম ডাকে,
হার কোনো নেই বাকে, মার সব ঝাকেঝাকে,
দার দার রণে থাকে, তার ভাবে ধরাটাকে ।


মিড়ে বাজে দিনরাতে, শুনি শুধু রনভেরি,
ভিড়ে কত দুনিয়াতে ,গুনি শুধু যমফেরি,
শেষ হয়ে সব যায় ,
রেশ তার লোকে পায়,
হীণদেশ নিরুপায়, অনিমেষ ঘোল খায় ,
রণরেষ করো সায়,পরিবেশ রাখো ভায় ।


২নং


গুনি শুধু যমফেরি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


শুধু আছে ভয় ভয় , বারবার ঘুম নেই,
ধুধু ধরা দেখো হয়, আর নেই সৎ খেই,
সব দেখি গোলাগুলি,
রনরব খোলাখুলি,
কুশিলব ছাড়ে বুলি,  উৎসব দোলাদুলি,
শব রাখে মেখে ধুলি , পোশাবুলি সব রব ।


যার যার নিয়ে মত , চলে যায় সব পথে,
সার নেই আর সৎ, বলে করে রণ রথে ,
জয় শুধু চাই চাই,
লয় হোক ধরাটাই,
ভয় ভীতি  করে ছাই, হয় মনে পাই পাই,
গোলাময় ধরাটাই, রয় রণে ভাই ভাই ।


বলহীন নারী-নরে, ডরডর দিশেহারা,
ফলহীন কাজ করে ,পর পর মরে তারা,
বারবার ভুখে থাকে,
পার হোতে যম ডাকে,
মার সব ঝাকেঝাকে, হার নেই কোনো বাকে ,
তার ভাবে ধরাটাকে, দার দার রণে থাকে ।


শুনি শুধু রনভেরি, মিড়ে বাজে দিনরাতে,
গুনি শুধু যমফেরি, ভিড়ে কত দুনিয়াতে,
শেষ হয়ে সব যায়,
রশ তার লোকে পায়,
অনিমেষ ঘোল খায়,হীণদেশ নিরুপায় ,
পরিবেশ রাখ ভায়, রণরেষ করো সায় ।