হরিচাঁদকে মন দিয়ে সই
(বিশ্বরাজ ভজন)


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হরিচাঁদকে মন দিয়ে সই হলো এ কি জ্বালা ।
মরণ জ্বালা জ্বলছি আমি গলেতে প্রেমকলঙ্কের মালা ।


হৃদকুসুমে হরি ভ্রমর দিচ্ছে প্রেমেরহুল,
বিষের জ্বালায় চলে গেছে জাতমান আর কুল ।
দিয়ে এই মনোফুল , জ্বলছি একা  নয় ভুল,
বুকে দুখের ডালা ।।


হরিপ্রেমের পরশ পেয়ে যাই মতুয়াবাগে ,
হরিবল পাখিটি আমার জাগে অনুরাগে ।


অনুরাগী হিয়ার মাঝে হরিচাঁদের ছবি,
দিচ্ছে আমায় আঁধারে আলো হরি প্রেমের রবি ।
বিশ্বরাজ কয় দিয়েছি সবই , এসোহরি হৃদয়রবি
পরো মিলন মালা ।