হরিচাঁদ অধরা চাঁদ
( বাউল সংগীত )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হরিচাঁদ অধরা চাঁদ প্রেমেরফাঁদে ধরা যায় ।
চাঁদ বিনে চাঁদ ধরতে গেলে  উঠবি যমের খেয়া নায় ।

কামেতে দেয় চাঁদের জন্ম সেই চাঁদকে ধরো ,
কন্ডলিনী উঠবে জেগে কেনো নিত্য মরো ।
চাঁদ ধরে হরিচাঁদকে হরো , দেখথি হরি  পূর্ণিমায়
।।

তিনটি চাঁদ সৃষ্টির মূলে সাকার দুই চাঁদ
মতুয়ার প্রেম তত্ত্ব  জেনে দেও প্রেমের ফাঁদ।
পঞ্চপ্রেমে মতুয়া উন্মাদ পঞ্চরসের সুধা খায় ॥

সত্যবামা কুন্ডলিনী চাঁদ ধরলে জাগে
গুরুচাঁদের সত্যবামা চাঁদ ধরো তাই আগে ।
চাঁদ ধরলে প্রেম -অনুরাগে , যাবিরে মতুয়ার গাঁয় ॥

বিশ্বরাজ মরছে আজ চাঁদটা হারা হয়ে ,
মতুয়ার গাঁয়ে পারে নাই যেতে কাম কামনা লয়ে ।
আত্মসোখের বোঝা বয়ে , ভুগছে শুধু যম তাড়নায়  ।।