ইসকাডর


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


ইংল্যন্ড বাসি তোমাকে খুব ভালো
চেনে বা জানে ।
সুইজারল্যান্ডের
Arleisheim-Cancer Research
Cociety-র বাণিজ্যিক নাম
ইসকাডর ।
Rudolf Steher 1921তোমাকে
আবিষ্কার করেন ।
এখন তুমি ভারতেও পরিচিত
সুনামের সহিত ।
কারণ
কর্কট মায়াজম

কর্কট সেলের অবাঞ্ছিত বৃদ্ধি নাশে
(Unrestrained Growth .
proliferation of the cells
&
Compound development)ঠেকাতে
তুমি বদ্ধপরিকর
অথচ
সুস্হ কোষের ক্ষতি করো না ।
অর্বুদের পার্শ
অথবা
লিম্ফ চ্যানেলের পার্শে
তোমাকে ইন‌্জেক্ট করা হয়
সরাসরি অর্বুদে করলে
দারুণ ক্ষিপ্ত হও তুমি
এ তোমার কেমন রাগ বুঝলাম না ।
বহু প্রকার

বহু নামে
তোমাকে পরিক্ষা করা হয়েছে ,
Iscadar Qu ( ওক গাছে হয়)
এর ক্রিয়া
নরের ক্ষত্রে বিশেষ করে
ইসোফেগাস , পাকাশয় , অন্ত,
এলার্জিক উপমাংস

প্রষ্টেট গ্রন্থির কর্কট ভালো হয় ।
Iscadar Mali ( আপেল গাছে জন্মে)
উপরের বর্ণিত অবস্থায় নারীর ক্ষত্রে
বিশেষ উপকারি ।
Iscadar Ulmi ( এলম গাছে হয়ে থাকে)
নর-নারীর  লাঞ্চ কর্কটে
বিশেষ ফলপ্রদ ।
Iscadar Pini ( পাইন গাছে হয়)
ইহা ত্বকের কর্কটে ব্যাবহারিত হয়ে থাকে ।
Iscadar Abietis ( ফার গাছে জন্মে)
ফুসফুসের কর্কটে
বেশ ভালো কাজ করে ।
Iscadar Argentum ( আর্জেন্টাম ধাতু মিশ্রিত)
জনন যন্ত্র ও ইউরিণ যন্ত্রের কর্কট
নিরাময় করতে সক্ষম ।
Iscadar Cuprum ( তামা ধাতু মিশ্রিত)
লিভার , পাকাশয়
ও পিত্তথলির কর্কটে সুন্দর ফলপ্রদ
এবং
ভিষ্কাম এল্বামের নির্যাস সহকারে তোমাকে
তৈরি করা
ইসকাডর ভিষ্কাম
ব্রেন কর্কটে মুখে খেতে দিতে হয়
কখনও ই‌ন‌্জেক্ট করা যাবে না
করলে
ভীষণ ক্ষতি হবে ,
আসলে তোমার ব্যাবহার বিধি দেখে
বিষ্মিত হলেও
গুনের জন্য তোমাকে
ধন্যবাদ ইসকাড়র ।