করিও তোমরা ক্ষমা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


আমার এই যাবার বেলা
আমায় পিছু টেনো না ,
অচিন পথে চলছি আমি
কেউ কি পথ চেনো না ।
করেছি বহু রঙ তামাশা
তোমাদের দলে মিশে,
দিয়েছি আমি বহু আঘাত
হরিষে হারিয়ে দিশে ,
কালের টানে প্রাণের ঘরে
নিভছে প্রাণের বাতি ,
দেখছি চোখে ঘনিয়ে এলো
দিঘল আঁধার রাতি ।
মূলের ঘরে করেছি আমি
ভিষণ একটি ভুল ,
এ দেহ প্রাণ কাদের জন্য
খুঁজিনি তাদের মূল ।
তাইতো দুই নয়ন জলে
ভুলের মাশুল দেই,
সকল ছিলো বয়ষ কালে
কেহই এখন নেই ।
রেখেছি যারে অবহেলায়
এখন সে ভালোবাসে ,
ভালোবাসায় টানে আমায়
মনের গভীরে আসে ।
তার তুলনা  হয় না আর
বুঝেছি শেষেরবেলা ,
বুঝেছি আরো তারই জন্য
জগতের হাসি খেলা ।
তারই জন্য আসা যাওয়া
এ কথা বুঝেছি ঠিক ,
তাইতো আমি খুঁজছি তারে
পাইনি এখনো দিক ।
একটি কথা বুকের মাঝে
রয়েছে শুধুই জমা ,
আমার এই যাবার বেলা
তোমরা করিও ক্ষমা ।