ক্ষমা নাই


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হৃদয়টা করো বড় , বই পড়, দেশ গড়
মানবতার ,
অসুরের  নেই  নীতি,  যম রীতি , গায় গীতি
দানবতার ।
ভালোবাসা নেই , ধেইধেই  , নাচে সেই
কু-ধীজন ,
আলোকিত ঘরে , নারী-নরে তার করে
সু-ধীরণ ,
আলোহীন বাস , জান নাশে,আরো হাসে
দেখি শুধু,
মনেমনে ভয়,  হবো ক্ষয় , বালুময়
হেরি ধুধু ।
হৃদয়ের বাণী, হানাহানি, টানাটানি
কেন করো ,
মানবিক রীতি ,  সৎগীতি , নিতিনিতি
করে মরো ।
মানুষের মূল , ছাড়ো ভুল , রাখো কুল ,
ভালোবেসে,
ভালোবাসা ছাড়া, যম দাড়া , দিবে তাড়া ,
এটা  ঠিক,
দিনরাত যায় , দুনিয়ায় , পায়পায়
বিধি মেনে ,
তবুওতো আশা, গড়ে বাসা , খেলি পাশা ,
সব জেনে ।
অদূরেই কাল , পয়মাল , করে ভাল ,
ক্ষমা নাই  ,
আলোকি দেশে , ভালোবেসে , অনিমেষ,
চলে যাই ।