" ক্লেদজ্ কুসুম "


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কাব্যিক বাগানের
অত্যাধুনিক দুয়ার খুলে ফুঁটালে
উত্তরাধুনিক কুসুম কলি ।
অমানিশ মনকে দিয়েছো
কাব্য সাহিত্যের মখম্মল আলো ।
অনুরাগের আয়নাতে দেখি
কাব্য-ফাল্গুনী তুমি ।
প্রজন্মে ছাঁকনীতে ছেঁকে
ছন্দালংকার ,শব্দালংকার , রূপালংকার
অর্থালংকার
এবং
ভাবালংকারে
তোমার কবিতা স্বভাবজাত রূপসী ।
অক্ষরবৃত্ত , মাত্রাবৃত্ত ,
স্বরবৃত্তের মাঝে
বৃত্তানুপ্রাস ,ছেকানুপ্রাস ,
অন্তানুপ্রাস সহ
উপমা ,উৎপ্রেক্ষা , যমক শ্লেষ ,
দ্বেষ , ছেদ

যতির ধারায়
কবিতাকে করেছো " ক্লেদজ্ কুসুম " ,
তাইতো ভালবাসি
শার্ল পিয়ারে বোদলেয়ার ।