করি ভুলের খেলা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


শব্দহীন শব্দের তরঙ্গ অন্তর মাঝে
ইতিকার সুর-লহরী মন-বীনাটায় আজ
একাকি দাঁড়িয়ে শুনি ক্লান্ত মলিন সাঁঝে
অদূরাগত নিশিরাণী ডাকে কালো তার সাজ।


কপালতলার-নোদিটি দোলও কে তুমি
কপলতীরটি ভেসে যায় শুধু ব্যথারবানে
তবু হৃদয়পদ্ম-পরাগে তোমাকে চুমি
জানিনা কোন গভীরতর ভালোবাসার টানে।


নেই দুরন্তপনা তিনপদে হটাহাটি
যা ছিলো নেই কিছু আর গত সে দুপুরবেলা
দূরান্তের যেখানে নেই শেষ আদি বাটি
সেখানে যেতেছি আজিকে ক্লান্ত লাব-ডাব খেলা।


সাগরবসনার কেউ চায়নাতো মনে
উপোক্ষিত ময়লা বিক্রয় হয়না কোনে দামে
সুন্দরের পূজারী সব সজীবেরবনে
চৈত্রীবসনায় আসবেনা চৈতালী পৃথ্বীধামে।


ডাস্টবিনের ময়ালাটির জায়গা আছে
ইতিবেলার প্রাণেরবেস্টনি পায়  অবহেলা
এই-তো জীবনগাঁথা মানবের-ই কাছে
প্রতিনিয়ত দেখেও তবু করি ভুলের খেলা।