কুসুমিতা বনশ্রী


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী  


সমুদ্রের সৈকতে দাড়িয়ে
উদাস বিকেলের শেষ রঙে
রঙিন আমার প্রাণের দে-ঘর ।
কে তুমি মনশ্রী বনশ্রী শোভায়
শোভিতো করলে,
সবুজে সবুজে ভরে দিলে
আমার মনবন ।
তাইতো সবুজ মনের অবুঝ হৃদয়ে
ভালোবাসি তোমাকে ,
প্রেমালো জ্বেলে দিচ্ছো
দিবা দ্বিপ্রহরের সুখ ।
দেখ মনবনের বনশ্রী
তোমার জন্য রচেছি আমি
কবি-কাব্যের ছাঁদনাতলা ।
জীবন সমুদ্রের জলতরঙ্গে
বাজে তোমার গীতিময় সুর
তরঙে দোলে আমার প্রানেরতরী ।
আকাশ আঙিনার নিচে
একাকী ছিলাম প্রেমের বন্ধ্যাগ্নি নিয়ে
সন্ধ্যাগ্নির জ্বালা-পোঁড়ায়,
বিদায়ের বাঁশিটি বাজে
ইতিকাবেলার রঙিন জলসায়
এস তুমি কুসুমিতা বনশ্রী
প্রেমেররেণু মেখে দেও
আমার হৃদয় আঙিনায় ।


লেখা-
31/102020
শনিবার
সময়-
সকাল
9-30 ঘটিকা