মানবিক হৃদয়ের আয়ুষ্কাল


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কবিতা তুমি আমাকে বানিয়েছো
কাব্য প্রেমের গবেষক,
তাই
তোমার মাধ্যমে আজ আমি জানবো
মানবিক হৃদয়ের আয়ুষ্কাল,
বিজ্ঞান জানতে চায়
ক্রোমজমের প্রান্তে থাকা
টেলোসেয়ারসের গঠন প্রকৃতি থেকে
জৈবিক বয়স

কালোনুক্রমিক বয়সের
তারুণ্যতা ও প্রবীণতা।
তুমিতো জানো কবিতা
মানুষের চিন্তাকোষের মাইক্রোসেলিন

এস, পি, এম দিচ্ছে
নিত্য নতুনের সন্ধ্যান
কিন্তু
ধ্বংস হচ্ছে
মানবিক প্রেমের ক্রোমজম
দেহাত্ব বোধের সুখ ঘর্ষণে।
টেলোসেয়ারসকে জেনে
ওরা জানতে চায়
মানুষের আয়ুষ্কাল
জানুক
কিন্তু পারেবে কিনা
এখনো আমার অজানা।
আর
আমি
মানবিক প্রেমের আয়ুষ্কাল,
এবং
বায়োলজিক্যাল

ক্রোমলজিক্যাল বয়সে
রেখে যাবো
ঐশী প্রেমের অমর ক্রোমজম,
আর তোমাকে রেখে যাবো কবিতা
হৃদয়ের প্রেম দোলায়।