মানবিক শিক্ষা আগে
(বিলিরিক ধারা তিন
কাঠামো দুই )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


গুরু মারা শিক্ষা শিখে, গৌরবটি আছো নিয়ে,
কুৎসিত এই মনোভাব, বুঝো আগে মন দিয়ে ,
কুমনন ভাবে চলা ,
মনমত কথাবলা ,
পাবে শেষে ছোলাকলা, মনেমনে দেখ ভেবে,
কালিময় মন শেষে, মহাকাল এনে দেবে ।


মনটাকে ভালো করো, দুনিয়াতে পাবে সুখ ,
চিরতরে জীবনের, চলে যাবে সব দুখ ,
ক্ষণিকের হাসি খেলা,
ডুবে যাবে আয়ূ বেলা,
গৌরবের কালো ভেলা, জীবনের রাত আনে ,
সাথীহারা হোতে হবে, ইতিকার গানে গানে ।


নিজেরই দোষ তুমি, দেখো নিজে আগে আগে,
আপনার দোষ শুনে,  মনটায় কেনো রাগে,
বেশি বুঝা ভালো নয় ,
বোকামির পরিচয়,
এই কথা লোকে কয়, সুশিক্ষার এটা মূল ,
মানবিক শিক্ষা আগে , এই কথা নয় ভুল ।


ভালো ভালো বেশী ভালো,  এইটাও নয় ভালো ,
হৃদয়ের বাণী ঠিক  , জীবনের মূল আলো ,
রেষারেষি ছেড়ে দিয়ে,
হৃদয়ের বাণী  নিয়ে,
সততার পথে গিয়ে,  এসো করি চলাচল ,
অসতের পথে নেমে,  কেনো খাবো হলাহল ।


লেখা
রবিবার
16/08/2020
৩১শে শ্রাবন ১৪২৭
সময়
দিবা
১২ ঘটিকা ।