মনোবল


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


দিন যায় , মৃদু পায় ,মিঠে বায় জল দোলে ,
নদী ভরা , দেয়া ঝরা , নেই খরা মন ভোলে ।
কলকল , ছলছল , নদী জল যায় ধেয়ে ,
বেয়ে যায় ,তরীটায় , মেঘছায় যুব নেয়ে ।
তরী বেয়ে , যায়ে ধেয়ে , গান গেয়ে বৈঠে টানে ,
ভাটিয়াল , সুর তাল , ধরা হাল গানে গানে ।
নবীনেরা , হবে সেরা , পিছু ফেরা কিছু নেই ,
যাবে কুলে ,  পিছু ভুলে , হৃদমূলে আছে খেই  ।
এক দলে , মিলে চলে , কলাহলে নেই  কাছে ,
দিবে পাড়ি , তাড়াতাড়ি , মনে আড়ি নিয়ে আছে ।
নদী দুলে , ফোনা তুলে , যায় কূলে ভাঙে পাড় ,
তরী পরে , বৈঠা ধরে , মনভরে টানে দাড় ।
যুবদল , অবিরল , মনোবল  রাখে ঠিক,
ভিরু জনে , সারাখনে , মনেমনে দেয় ধীক ।
ইতিবেলা , করে খেলা , মেঘ ভেলা নিয়ে সাথে,
দেয়া ফুলে , মেঘ মূলে , মন খুলে মালা গাঁথে ।
তবু নেয়ে , যায় বেয়ে , সাথী পেয়ে  বহু জন ,
সব ভয় , করে জয় , মধুময় শিহরণ ।
গিয়ে তীরে , রাতটিরে , ধীরে ধীরে দেয় আলো ,
আলোময় , রাত হয় , হলো ক্ষয় সব কালো ।