মনোব্রোমাইড অব ক্যাম্ফার


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার ব্যাপারে
হেল বলেন
স্নায়ুবিক উপদাহিতার কারনে
মস্তিস্কের রক্ত সঞ্চারে ,
এবং
বেশি উত্তেজিত হলে
মস্তকের রক্তের সঞ্চালনের দারুণ
তুমি ঘুমাতে পারো না ।
হামন্ত বলেন
তোমার বয়স যখন
পনেরো থেকে আঠারো মাস
তখন দাঁত উঠবার সময়
আক্ষেপগ্রস্থ হও ।
মার্সী বলেন
শিরঃপিড়ায় তোমার বমন হয়
এ কথা
হেলও স্বীকার করেছেন ,
তিনি আরো বলেছেন
অতিরিক্ত অধ্যয়ন জনিত
শিরঃপীড়া দূর তুমি অদ্বিতীয়
ভূমিকা রাখো ।
এবং
রাত্রিকালিন স্বপ্নে উপাস্থের উত্তেজনা
নিবারণে তোমার কার্যকরি ক্ষমতা প্রচুর
তাইতো তোমাকে
গভীর ভাবে ভালোবসি
মনোব্রোমাইড অব ক্যাম্ফার ।