নাকমালা


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


তোমার মনের না বলা কথার শব্দ
ঠিক নাকলোক ভেদী ,
আমার প্রেমমনোগ্রামকে
করছে অস্থির ,
এ তোমার কেমন নাগপনা ,
কারণ
আমি আর বন্দী হতে চাই না
ভালোবাসার নাগপাশে ।
মনে পড়ে কবিতা
সেই সূর্যকুমারবেলা
যা ছিলো
তোমার আমার  হৃদ-আকাশে
ভালোবাসার ছত্রপতি ,
দাসক্ষত দিয়েছিলাম
তোমার চরণ চলার তাল , মিল

ছন্দের মাধুর্য নেশায় ।
সেই হতে কেঁটে গেছে নক্ষত্র বৎসর ,
আজ তুমি  উত্তর-আধুনিকা
পরছো দূ-কুল শাড়ি ,
কলমঠোঁটে দিচ্ছো চুম্বন সুধা ,
আর ভালো লাগেনা নাগরপনা ।
তাই আমি
কণ্ঠে  পরে আছি নাকমালা ।
মিল ছাড়া প্রেম-সাহিত্য
হোকনা সে
বর্ণমালার মখমল সূর্যস্রোত ,
সে স্রোতে ভাসাতে চাই  না
কাব্য-প্রেমের তরী ।
আজ আমি বড় ক্লান্ত ,
কি লাভ
সাঁঝতলায় সাজিয়ে  ছাঁদনাতলা
তুমি সুখে থেকো কবিতা  
আমি যাচ্ছি  ভাড়াটে ঘরের
ভাড়া দিতে  ।