অঙ্গিকার


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হৃদযের সুপ্ত আগুন ,দ্বিগুন গেছে বেড়ে ,
খেপেছে মনটি আমার , আর না হা-হুতাস ,
হবো আমি খেপা রাক্ষস,খাদ্য আনবো কেড়ে ,
হতে চাই সত্যি মানুষ , করতে চাই বাস
আধুনিক ভদ্র সমাজে । দিলে না অধিকার ,
নিচুতলার বাসী আমি , জন্ম খোলা বস্তিতে,
জন্মের কি দোষ আমার , রাখছোনা সস্তিতে ,
আমিও মানুষ এ ভবে , করছো অবিচার ,
আর নয় ঘাতক হবো আমার অঙ্গিকার ।


হৃদয় তুমি মরে যাও ,আন মহা-প্রলয়,
মৃত্যু তুমি অস্ত্র হও , আমার এ হাতের ,
উড়াবো শান্তির নিশান ,পাপকে করে ক্ষয় ।
অতন্দ্র প্রহরী হবো ঐ , কাক কালো রাতের
মাহাকাব্যের নায়ক আমি , সর্য্যালোকময়,
রাখবোনা আমি প্রাণহীন , প্রেম পিরিতী আজ ,
বিশ্বজোড়া গড়বো এক , মানবিক সমাজ ।