ঐশী প্রেমের ক্রোমোজম


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


শুনো কবিতা
আমি গবেষণা করে দেখবো
ভালোবাসার ক্রোমজম,
ভালোবাসা কেনো আজ
বিবর্তণবাদের শিকার,
ভালোবাসায় মানুষ কেনো নষ্ট হচ্ছে ।
ভালোবাসা কি অঙ্গ অনুভূতির ফল
নাকি
চোখের দৃষ্টিতে সৃষ্টি ভালোবাসা
অথবা
যৌবনিক স্বপ্নের শিহরণ,
সত্যি কি
এমফিটামিন্স ভালোবাসার মূল।
এন্ড্রোফিন্স কেনো বাড়ায়
নেতী বহির্ভুত ভালোবাসা
করে ধ্বংসের কারখানা
অথচ
অক্সিটক্সিন করে অমিয় পথের যাত্রী।
লসিকাগ্রন্থি কেনো আজ
অক্সিটক্সিন ছাড়তে ব্যর্থ
কেন হারিয়ে যাচ্ছে ঈশ্বরকণা,
কেন নষ্ট হচ্ছে পিটুইটিরিএন্টিরিয়র,
কবিতা তুমি শুনো
ভালো লাগা থেকে ভালোবাসা,
আর
ভালোবাসা থেকে শ্রেণী ভেদে সৃষ্টি
হয় প্রেম,
তাই
তোমাকে নিয়ে আমার গবেষণা
আমি সৃষ্টি করে যাবো
ঐশী প্রেমের ক্রোমোজম
যাতে
মানুষ হবে না বিপথ গামী
এটাই আমার অঙ্গিকার।