পরতম অগকর
(বিলিরিক ধারা-তিন
কাঠামো-দুই )


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


কর ধর কর সব , পর নয় ভব পর ,
জয় কর ভয় সব , মনময় ঘর কর ,
যত সব বদ রব ,
লয় কর গব-গব ,
তম পথ রঙ ধব , বল ধর কর ক্ষয় ,
করতল করবল , সব তম কর জয় ।


যত সব মন হয় , শব কর চল চল ,
রজ তম হঠ ডর , ক্ষয় কর ধর বল ,
নদ বয় কলকল ,
জল বয় ছলছল ,
তপ খর মখমল, খর রব ঝনঝন ,
ভব তয় হয়হয় , মরমর রণরণ ।


সৎ পথ ধর সব ,জড়সড় নয় নয় ,
মত-লব সৎ কর , খল ছল কর ক্ষয় ,
শশধর মনমত ,
পল পল হয় নত ,
যমকল উপগত, জড়সড় সব নর ,
মর মর সর-কত , হরদম ভব পর ।


গনগন খরধর , ক্ষয় হয় অগ সব ,
থমথম মন হয় ,শম রয় কলরব ,
গরধর গত কর ,
জয়ফল সব ধর ,
পরতম অগকর , অপলক পল পল  ,
শশধর ঝরঝর ,ক্ষয় হয় যমকল ।