পলি পড়া প্রেমের
বিলাস ভুমি


ঠাকুর বিশ্বরাজ গোস্বামী


হৃদয়ের কার্ণিশ ছুঁয়ে
বারবার হেঁটে যাও
দ্বিতীয়ার জোছনা রূপসী ,
দিয়ে যাও ব্লাকহোল প্রেম
পাড়ি দেই কষ্টের নোদি ।
আমার আর্শি নগরে
প্রেমের পড়শি তুমি ।
তাই
পলি পড়া মানবিক বিলাস ভুমিতে
বুনেছি কাব্য-কুসুম বীজ
শুধু তোমার জন্য ।
ভোরের নোদিতে ডেকেছে বান ,
রাঙালে দু'টি কূল ,
তুমি কিগো কবিতা
বুঝ নাকি
ইচ্ছার নোদিতে ফোটে
তরঙ্গফুল ,
প্রজন্ম সুখের বাতাসে ঝটিকা তাণ্ডব ।
আর না লুকচুরি খেলা ,
এস
প্রেমের পলি পড়া
মানবিক বিলাস ভুমিতে করি
ভালোবাসার গেরহস্তালী ।